বিশ্ব

অপহৃত ১৯ অ্যাসিরীয় খ্রিস্টানকে মুক্তি দিয়েছে আইএস

Byবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রোববার এদের মুক্তি দেয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সিরীয় মানবাধিকার সংগঠন ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’।
 
শনিবার আইএস’র শরিয়া আদালত ২৯ অ্যাসিরীয়কে নিরপরাধ ঘোষণা করে। নিরপরাধ ঘোষিত ওই ২৯ জনের মধ্যে ১৯ জনকে মুক্তি দেয়া হয়েছে বলে জানিয়েছে সিনহুয়া।  
 
২৩ ফেব্রুয়ারি সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলের আল-হাসাকা প্রদেশের অ্যাসিরীয় এলাকায় আক্রমণ চালিয়ে ২২০ জন খ্রিস্টান অ্যাসিরীয়কে অপহরণ করে আইএস জঙ্গিরা। প্রধানত তাল তামর শহর ও এর আশপাশের গ্রাম থেকে এদের অপহরণ করা হয়। 
 
অপহৃত অপর অ্যাসিরীয়দের আইএস’র আদালতে বিচার করা হবে বলে জানা গেছে। এদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
 
কোন অভিযোগে আইএস’র আদালতে অ্যাসিরীয়দে বিচার করা হচ্ছে, তা পরিষ্কার নয়। 
 
এদিকে রোববার, আল-মায়াদ্বীন টেলিভিশন জানিয়েছে, আল-হাসাকায় আইএস জঙ্গিদের সঙ্গে লড়াইয়ের পর সিরীয় সেনারা ওই প্রদেশটির ৩৩টি টাউন দখল করেছে।

SCROLL FOR NEXT