বিশ্ব

ইউক্রেইনে মৃত্যুতে আবার নাজুক যুদ্ধবিরতি

Byনিউজ ডেস্ক

প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো যুদ্ধবিরতি ভেঙে না পড়লেও রাশিয়া এ অঞ্চলের জন্য একটি ‘সামরিক হুমকি’ হয়েই বিরাজ করবে।
 
পূর্বাঞ্চলে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে লড়াইরত সরকারি সেনারা রণক্ষেত্রের সম্মুখসারি থেকে অস্ত্র ও গোলাবারুদ সরিয়ে নিতে শুরু করেছে।এতে করে ১৫ ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়া যু্দ্ধবিরতি অবশেষে বহাল থাকার একটা ইঙ্গিত দেখা দেয়।
 
কিন্তু কিয়েভের সেনাবাহিনী পরে  গত ২৪ ঘণ্টায় তিন সেনা নিহতের কথা ঘোষণা করে। এর আগে দুইদিনে হতাহতের কোনো ঘটনা না ঘটায় যুদ্ধবিরতি অক্ষুন্ন থাকার ব্যাপারে আশার সঞ্চার হয়েছিল।

SCROLL FOR NEXT