বিশ্ব

শ্রীলঙ্কার প্রধান বিচারপতি হলেন তামিল শ্রীপাভান

Byনিউজ ডেস্ক

বিবিসি জানিয়েছে, কয়েক দশকের মধ্যে এই প্রথম শ্রীলঙ্কার প্রধান সংখ্যালঘু সম্প্রদায় থেকে একজনকে দেশটির প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হল।

শুক্রবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে ৬২ বছর বয়সী বিচারপতি কানাগাসাবাপাথি শ্রীপাভান প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন।

ওই দিন প্রেসিডেন্টের সচিবালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “বিচারপতি শ্রীপাভান প্রেসিডেন্ট সিরিসেনার কাছে শপথ নিয়েছেন।”

১৯৯১ সালের পর শ্রীপাভানই হলেন প্রথম তামিল যাকে এই শীর্ষ পদটিতে নিয়োগ দেয়া হল।

প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই সংখ্যাগরিষ্ঠ সিহংলি জনগোষ্ঠীর প্রতিনিধি সিরিসেনা তামিলদের দেশটির রাষ্ট্রীয় ধারায় ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছিলেন।

এর আগে সাবেক প্রধান বিচারপতি শিরানি বন্দরনায়েকের উপর ২০১৩ সালে আরোপিত নিষেধাজ্ঞা অবৈধ ঘোষণা করে বাতিল করেন প্রেসিডেন্ট সিরিসেনা।

ওই সময় দুর্নীতির অভিযোগ এনে শিরানিকে অপসারণ করেছিলেন সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে।

সব সময় দুর্নীতির অভিযোগ অস্বীকার করে আসা শিরানি বুধবার প্রধান বিচারপতি পদে পুনরায় বহাল হন। এর একদিন পরই তিনি পদ থেকে সরে দাঁড়ান।

কয়েক দশক ধরে বিচ্ছিন্নতাবাদী লড়াই চলার পর ২০০৯ সালে এক রক্তক্ষয়ী অভিযানে তামিল বিদ্রোহ দমন করে শ্রীলঙ্কার সেনাবাহিনী।

১৯৮০ সালে বিদ্রোহী লড়াই শুরু হওয়ার পর থেকে শেষ হওয়া পর্যন্ত প্রায় এক লাখ মানুষ লড়াইয়ে নিহত হন।

SCROLL FOR NEXT