বিশ্ব

উড়িষ্যায় কচ্ছপ রক্ষায় মাছ শিকার নিষিদ্ধ

Byবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রত্যেক শীত ঋতুতে ব্যাপকহারে এসব কাছিম উড়িষ্যা উপকূলের বেলাভূমিতে ডিম পাড়ার জন্য আসে, তাই শনিবার এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যটির কর্মকর্তারা।

এসব কাছিম রক্ষায় ৪৮০ কিলোমিটার উপকূলের ১২০ কিলোমিটার এলাকাজুড়ে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

রাজ্যের জ্যেষ্ঠ বন কর্মকর্তা কেদার কুমার স্বাইন বার্তা সংস্থা আইএএনএস’কে জানিয়েছেন, কাছিমরা উপকূলের কাছের অগভীর পানিতে জড়ো হতে শুরু করেছে।

কাছিমের বাসার কাছাকাছি উপকূলের ২০ কিলোমিটারের মধ্যে মাছ ধরা কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। আগামী ৩১ মে পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানিয়েছেন স্বাইন।

SCROLL FOR NEXT