বিশ্ব

বর্ধমান বিস্ফোরণ: পলাতকদের ধরতে পুরস্কার ঘোষণা

Byবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শুক্রবার ওই পলাতকদের গ্রেপ্তারে সহায়তার জন্য সংস্থাটি অর্থ পুরস্কারের ঘোষণা দেয়।

ঘটনার তদন্তকারী এনআইএ তাদের ওয়েবসাইটে ওই ১২ পলাতকের তালিকা প্রকাশ করেছে।

পলাতকদের পাঁচজনের জন্য ১০ লাখ রুপি অর্থ পুরস্কার ঘোষণা করা হয়েছে।

ওয়েবসাইটে “বর্ধমান দলের হোতা” হিসেবে সাজিদকে চিহ্নিত করা হয়েছে। আর অপর চারজনকে “সন্দেহভাজন বাংলাদেশি নাগরিক” বলে বর্ণনা করা হয়েছে।

এনআইএ দাবি করেছে, এই পাঁচজন প্রায়ই মুর্শিদাবাদ, বীরভূম এবং বর্ধমান জেলায় অবস্থান করে।

এই দলের শাহানুর আলম, হাবিবুর রহমান শেখ ও আমজাদ আলী শেখের জন্য আরো পাঁচলাখ রুপি পুরস্কার ঘোষণা করা হয়েছে।

এছাড়া বর্ধমানের ম্যাঙ্গালকোটের বাসিন্দা আবুল কালাম ও বুরহাম শেখ এবং নদিয়ার জহিরুল শেখ ও বর্ধমানের রেজাউল করিমের জন্য আরো তিনলাখ রুপি অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছে সংস্থাটি।

SCROLL FOR NEXT