বিশ্ব

পাকিস্তানে নতুন করে পোলিও আক্রান্ত ১০

Byবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এরফলে দেশটিতে মোট পোলিও আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮৪ জনে।

দেশটির স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, খাইবার পাখতুনখোয়া, কেন্দ্রীয় শাসনের অধীন পার্বত্যাঞ্চল (এফএটিএ) এবং করাচিতে আক্রান্তদের নিবন্ধন হয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তারা আরো জানিয়েছেন, প্রতিবছরই পোলিও আক্রান্তর সংখ্যা বাড়ছেই।

২০১২ সালে ৫৮ জন পোলিও আক্রান্তের খবর পাওয়া যায়। আর ২০১৩ সালে এই সংখ্যা ছিল ৯৩।

বিশ্বের শেষ যে তিনটি দেশে পোলিও নিমূল সম্ভব হয়নি, পাকিস্তান সেগুলোর শীর্ষে রয়েছে। বাকি দুই দেশ হচ্ছে নাইজেরিয়া ও আফগানিস্তান।

SCROLL FOR NEXT