বিশ্ব

ইরাকে ফ্রান্সের জঙ্গি বিমান হামলা শুরু

Byরয়টার্স

এতে বলা হয়, শুক্রবার ইরাকের উত্তর-পূর্বাঞ্চলে আইএস জঙ্গিদের অবস্থানে বিমান হামলা শুরু করা হয়েছে।

“লক্ষ্যবস্তুতে হামলা করা হয়েছে এবং সেটিকে পুরোপুরি নিশ্চিহ্ন করা হয়েছে। আগামী দিনগুলোতে আরো বেশ কিছু বিমান হামলা চালানো হবে।”

এর আগে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীও ইরাকে আইএসের বিরুদ্ধে অন্তত ১৭০টি বিমান হামলা চালায়। গত মধ্য অগাস্ট থেকে এ হামলা শুরু করে তারা।

শুক্রবার ফ্রান্সের বিমানগুলো কোন এলাকায় হামলা চালিয়েছে তা উল্লেখ করা হয়নি।

তবে ইরাকের সেনাবাহিনীর মুখপাত্র কাসিম আল-মুসাউইর গণমাধ্যমকে জানান, জুমার শহরে চারবার বিমান হামলা চালিয়েছে ফ্রান্স। হামলায় কয়েক ডজন জঙ্গি নিহত হয়েছে।

একদিন আগেই প্রেসিডেন্ট ওঁলাদ আইএস জঙ্গিদের বিরুদ্ধে বিমান হামলা চালাতে ইরাক সরকারের কাছ থেকে অনুরোধ পাওয়ার কথা জানিয়েছিলেন।

ইরাকে আইএস জঙ্গিদের বিরুদ্ধে লড়াইরত কুর্দি যোদ্ধাদেরও অস্ত্র দিয়েছে ফ্রান্সে। তবে সেখানে কোনো স্থলসেনা মোতায়েন করেনি দেশটি।

ইরাক এবং সিরিয়ার কয়েক ডজনের বেশি শহর ও জনপদের দখল নিয়েছে আইএস জঙ্গিরা। সম্প্রতি সিরিয়া থেকে জিম্মি করা বেশ কয়েকজন পশ্চিমা সাংবাদিক ও ত্রাণকর্মীর শিরশ্ছেদ করে এর ভিডিও প্রকাশ করে তারা।

SCROLL FOR NEXT