বিশ্ব

করাচিতে ইউনিসেফ’র দুই কর্মকর্তা অপহৃত

Byরয়টার্স

বৃহস্পতিবার রাতে শহরের একটি বাস স্ট্যান্ড থেকে অপহৃত দুইজনই পাকিস্তানের নাগরিক বলে পুলিশ জানিয়েছে।

ঘটনার দুইদিন পর শনিবার অপহরণের ঘটনাটি গণমাধ্যমে প্রকাশ করেন করাচি পুলিশের এক কর্মকর্তা। তবে অনুমতি না থাকায় তিনি নাম প্রকাশে রাজি হননি।

কোনো জঙ্গিগোষ্ঠী অপহরণের দায়িত্ব স্বীকার করেনি। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত অপহৃতদের পরিবারের কাছে কোনো মুক্তিপণও চাওয়া হয়নি।

ইউনিসেফের পক্ষে থেকেও ঘটনা সম্পর্কে গণমাধ্যমকে কিছু জানানো হয়নি।

শনিবার বিকালে একই শহরে দেশটির সুপরিচিত সাংবাদিক হামিদ মীরের উপর গুলি চালানো হয়। হামলায় মীর আহত হলেও শঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।

গত ফেব্রুয়ারিতেও দেশটিতে জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও’র) তিন কর্মকর্তাকে অপহরণ করা হয় যাদের এখনো মুক্তি মেলেনি।

দক্ষিণ এশিয়ার সংঘাতপ্রবণ এই দেশটিতে চরমপন্থিরা প্রায়ই অপহরণের ঘটনা ঘটিয়ে থাকে। দলের জন্য বড় অংকের তহবিল সংগ্রহে বিত্তশালী, বিদেশি নাগরিকদেরই অপহরণের মূল লক্ষ্যবস্তু করে থাকে তারা।

SCROLL FOR NEXT