বিশ্ব

বেলজিয়ামে নির্মাণাধীন স্কুল ভবন ধসে ৫ শ্রমিক নিহত

Byনিউজ ডেস্ক

স্থানীয় গণমাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে, শুক্রবার বিকালে ভবনটির একটি অংশ হঠাৎ ধসে পড়ে, ওই অংশটিকে ঠেকা দিয়ে রাখা ভারাটিও ধসে পড়ে।

নিখোঁজ শেষ দুই শ্রমিকের লাশ শনিবার ধ্বংসস্তূপের ভেতর থেকে উদ্ধার করেন দমকল কর্মীরা।

নিহতদের মধ্যে দুই জন পর্তুগাল ও রোমানিয়া থেকে এসেছিলেন বলে বেলজীয় গণমাধ্যমকে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় আরও নয় জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিন জন শনিবারও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিলেন, তবে তাদের অবস্থা সংকটজনক নয় বলে বেলজিয়ামের দমকল বিভাগ এক টুইটে জানিয়েছে।

হতাহতদের খুঁজে বের করতে উদ্ধারকারীরা প্রশিক্ষিত কুকুর ও ড্রোন ব্যবহার করেন।

ব্রাসেলস টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শহরের নিউ জুয়িদ এলাকার এ প্রাথমিক বিদ্যালয়টি নতুন বর্ষের শিক্ষার্থীদের স্বাগত জানানোর জন্য ১ সেপ্টেম্বর খোলার কথা ছিল, ওই সময়সীমার মধ্যে কাজ শেষ করার জন্য তোড়জোড় করা হচ্ছিল।  

দুর্ঘটনার কারণ বের করতে বিস্তারিত তদন্ত শুরু করা হবে বলে ভবন নির্মাণে নিয়োজিত কোম্পানির ব্যবস্থাপক জানিয়েছেন।  

বেলজিয়ামের রাজা ফিলিপ শনিবার ঘটনাস্থলটি পরিদর্শন করেছেন এবং পুলিশ, দমকলকর্মী ও চিকিৎসা কর্মীদের সঙ্গে কথা বলেছেন। বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্দার ডি ক্রো এ সময় তার সঙ্গে ছিলেন।

 
SCROLL FOR NEXT