বিশ্ব

চীনের উইঘুর নিপীড়ন ‘গণহত্যা’: যুক্তরাষ্ট্র

Byনিউ ইয়র্ক টাইমস

মঙ্গলবার পররাষ্ট্রবিভাগ এই ঘোষণা দিয়েছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক বিবৃতিতে বলেছেন, “আমি বিশ্বাস করি এই গণহত্যা চলছে । আমরা উইঘুরদেরকে ধ্বংস করে দেওয়ার ধারাবাহিক প্রচেষ্টা দেখতে পাচ্ছি।”

চীনা কর্মকর্তারা অরক্ষিত জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীকে নির্মূল করার তৎপরতা চালাচ্ছেন এবং তাদের ওপর জোর জবরদস্তি করা হচ্ছে বলেও পম্পেও অভিযোগ করেছেন।

সম্প্রতি কয়েক মাসে যুক্তরাষ্ট্রের অনেক আইনপ্রণেতা এবং আন্দোলনকর্মীদেরও অনেকেই চীনের উইঘুর নিপীড়নকে ‘গণহত্যার’ তকমা দেওয়ার জন্য চাপ দিয়ে এসেছে।

আর এখন চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরকারের এই প্রকাশ্য অভিযোগ দুই দেশের সম্পর্ককে আরও অবনতির দিকে ঠেলে দেওয়ার পট প্রস্তুত করল। ট্রাম্প প্রশাসনের অন্তিম সময়ে চীনের বিরুদ্ধে এটিই সর্বশেষ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রবিভাগ থেকে কোনও দেশের নৃশংস কর্মকাণ্ডের এমন তকমা দেওয়ার ঘটনা বিরল। এ পদক্ষেপের ফলে যুক্তরাষ্ট্র এখন নতুন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের আওতায়ও চীনের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে।

গত বছর বাইডেনও তার এক মুখপাত্রের মাধ্যম দিয়ে বলেছিলেন, বেইজিংয়ের নীতি ‘গণহত্যার’ সামিল।

এখন যুক্তরাষ্ট্রের দেখাদেখি বিশ্বের অন্যান্য দেশ এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানও সংখ্যালঘু মুসলিম নিপীড়নের জন্য আনুষ্ঠানিকভাবে চীনের সমালোচনা করা এবং চীনের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিতে পারে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও, পররাষ্ট্রদপ্তরের আইনজীবী ও অন্যান্য কর্মকর্তারা চীনের উইঘুর নিপীড়নকে ‘গণহত্যা’ হিসাবে গণ্য করার বিষয়টি নিয়ে কয়েকমাস ধরে বিতর্ক করেছেন। তবে ট্রাম্প প্রশাসনের শেষ সময়ে এসেই বিষয়টি গতি পায়।

SCROLL FOR NEXT