বিশ্ব

হংকংয়ে গণতন্ত্রপন্থি মিডিয়া টাইকুন জিমি লাই গ্রেপ্তার

Byনিউজ ডেস্ক

গতবছর হংকংয়ে বিক্ষোভ উত্তাল সময়ে ৩১ অগাস্টে সরকার বিরোধী ওই পদযাত্রায় যোগ দিয়েছিলেন লাই।

নেক্সট মেডিয়া প্রকাশনার সরকার বিরোধী ‘অ্যাপল ডেইলি’ পত্রিকার প্রতিষ্ঠাতা ৭১ বছর বয়সী লাইকে শুক্রবার সকালে বাড়ি থেকে ধরে নিয়ে যায় পুলিশ। তাকে কাউলুন পুলিশ স্টেশনে নেওয়া হয়েছে।

তার বিরুদ্ধে ২০১৭ সালে এক সাংবাদিকের সঙ্গে সংঘাতকে কেন্দ্র করে ভয়ভীতি প্রদর্শনেরও একটি অভিযোগ আছে বলে জানিয়েছে বিবিসি।

লাইয়ের সঙ্গে আরো দুই গণতন্ত্রপন্থি ব্যত্তিত্বকে পুলিশ শুক্রবার গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধেও একই বিক্ষোভে সরকার-বিরোধী পদযাত্রায় যোগ দেওয়ার অভিযোগ আছে।

পুলিশের সিনিয়র সুপারিন্টেনডেন্ট ওং তুং-কং বলেছেন, তিনজনকেই ৫ মে তে ইস্টার্ন মেজিস্ট্রেট কোর্টে হাজির করা হবে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে হংকংয়ে গণতন্ত্রপন্থি বিক্ষোভ-সমাবেশ এখন কিছুটা থিতিয়ে এসেছে। তবে সরকারের বিরুদ্ধে ব্যাপক জনরোষ এখনো আছে।

করোনাভাইরাস ছড়ানোর আগে হংকংয়ে প্রায় প্রতি সপ্তাহেই বিক্ষোভ হয়ে আসছিল। কর্মীদের দাবিদাওয়াও ছিল অনেক। তাদের দাবির মধ্যে ছিল হংকংয়ে আরো গণতন্ত্র প্রতিষ্ঠা এবং বেইজিংয়ের নিয়ন্ত্রণ আরো কমানো।

SCROLL FOR NEXT