বিশ্ব

ভারত সফর বাতিল করতে পারেন জাপানের প্রধানমন্ত্রী

Byরয়টার্স

ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে সহিংস বিক্ষোভের মধ্যে এর আগে বাংলাদেশ দেশটিতে বৃহস্পতিবারের সফর বাতিলের সিদ্ধান্ত জানানোর পর এখন জাপানও একই পথে হাঁটছে।

ভারতের পারলামেন্টে নাগরিকত্ব বিল পাশের পর বিক্ষোভে অগ্নিগর্ভ আসামের গুয়াহাটিতেই জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হওয়ার কথা ছিল। সে বৈঠকই এখন অনিশ্চিত। যদিও ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় বলছে, তাদের কাছে এ সংক্রান্ত কোনও খবর নেই।

আনন্দবাজার পত্রিকা জানায়, ১৫ ডিসেম্বর থেকে তিন দিনের ভারত সফরের কথা জাপানের প্রধানমন্ত্রী আবের। গত সপ্তাহেই ভারতীয় পররাষ্ট্রমন্ত্রণালয় এ সফরের ঘোষণা দিয়েছিল। দু’দেশের প্রধানমন্ত্রীর বৈঠকের কর্মসূচিও ঘোষণা করা হয়েছিল। তবে তখন বৈঠকের স্থান নির্দিষ্ট করে জানানো হয়নি।

SCROLL FOR NEXT