বিশ্ব

বিয়ের অনুষ্ঠানে নাচ থামানোয় যুবতীর মুখে গুলি

Byনিউজ ডেস্ক

গত রোববারের এ ঘটনার ভিডিও প্রকাশ্যে এসেছে শুক্রবার। ভাইরাল হয়েছে উত্তরপ্রদেশের চিত্রকূট গ্রামের এ ভিডিও।

এতে দেখা গেছে, মঞ্চে নাচছেন এক যুবতী। এক পর্যায়ে তিনি থেমে যান। আর তারপরই শোনা যায় গুলির শব্দ। সঙ্গে সঙ্গে মুখে হাত চেপে ধরে নিচে বসে পড়েন ওই যুবতী।

পুলিশ বিবিসি কে জানিয়েছে, তারা ভিডিওতে হামলাকারীকে চিহ্নিত করতে পেরেছে। ওই ব্যক্তি পালিয়েছে। তবে তাকে শিগগিরই গ্রেপ্তার করা হবে।

ভারতে অনেক জায়গাতেই বিয়ের অনুষ্ঠানে সহিংসতার ঘটনা প্রায়ই ঘটে থাকে। বিয়ের অনেক অতিথিই সঙ্গে বন্দুক নিয়ে যান ফাঁকা গুলি ছুড়ে আনন্দ উৎযাপনের জন্য।

তবে আনন্দ উদযাপনের মাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করায় সহিংসতার ঘটনা ঘটছে অহরহই।

২০১৬ সালেও ঠিক একই রকম এক ঘটনায় পাঞ্জাব প্রদেশে বিয়ের অনুষ্ঠানে নাচের সময় গুলিতে এক গর্ভবতী নারীর মৃত্যু হয়েছিল।

বিয়েবাড়িতে মর্মান্তিক মৃত্যুর অন্যান্য আরো কয়েকটি ঘটনা ঘটেছে দুর্ঘটনাবশত। ২০১৬ সালে হরিয়ানায় বিয়ে বাড়িতে গুলি ছুড়ে আনন্দ উদযাপন করতে গিয়ে বরের ফুপুসহ তিনজন নিহত হয়েছিল।

২০১৮ সালেও একটি বিয়ের পার্টিতে ফাঁকা গুলি ছুড়ে আনন্দ করতে গিয়ে দুর্ঘটনাবশত এক প্রতিবেশী নিহত হওয়ার অভিযোগে পুলিশ এক ব্যক্তিতে গ্রেপ্তার করে।

 
SCROLL FOR NEXT