বিশ্ব

মিশরে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডে নিহত ৭

Byনিউজ ডেস্ক

স্থানীয় সময় বুধবার বিকালে পাইপলাইন থেকে গ্যাস চুরির চেষ্টার ঘণ্টা দুই পরে গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয় বলে মিশরের রাষ্ট্রীয় সংবাদপত্র আখবর আলিয়াওমের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

ওই এলাকার একটি হাসপাতাল আহতদের দিয়ে ভরে গেছে এবং হতাহতের প্রকৃত সংখ্যা প্রকাশিত সংখ্যার চেয়ে অনেক বেশি হতে পারে বলে স্থানীয় এক বাসিন্দা রয়টার্সকে জানিয়েছেন। 

সব জায়গায় গ্যাসের গন্ধ ছড়িয়ে আছে বলে জানিয়েছেন তিনি।

 

পেট্রোলিয়াম পাইপলাইন্স কোম্পানির প্রধান আবদেল মোনেইম হাফেজ জানিয়েছেন, বুধবার বিকালে বিহেরা প্রদেশের এতিয়েল বারুদ এলাকায় পাইপলাইনে চুরির ঘটনাটি ঘটেছে। 

“দুর্ঘটনাবশত অজ্ঞাত কোনো উৎস থেকে লিক হওয়া গ্যাসে আগুন লেগে ছড়িয়ে পড়ে,” তার উদ্ধৃতি দিয়ে তিনি এমনটি বলেছেন বলে মিশরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এমইএনএ জানিয়েছে।

কারিগরি টিম ঘটনাস্থলে গিয়ে পাইপের লিকেজ নিয়ন্ত্রণে আনে বলে হাফেজ জানিয়েছেন।

দেশটির স্বাস্থ্যমন্ত্রীর উপদেষ্টা খালেদ মিগাহেদ জানিয়েছেন, সব আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।

SCROLL FOR NEXT