বিশ্ব

চিদম্বরমের ঠিকানা এখন তিহাড় জেল

Byনিউজ ডেস্ক

বৃহস্পতিবার রায় ঘোষণার পরই দিল্লির তিহাড় জেলে নেওয়া হয়েছে তাকে। আদালতের নির্দেশে আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত এ জেলেই থাকতে হবে চিদম্বরমকে।

২১ অগাস্ট রাতে গ্রেপ্তার হওয়ার পর থেকে এ পর্যন্ত সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) হেফাজতে ছিলেন চিদম্বরম। তিহার জেলে তাকে সম্পূর্ণ বিচ্ছিন্ন একটি সেলে রাখা হবে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

চিদম্বরমের সিবিআই হেফাজতের মেয়াদ ছিল  বৃহস্পতিবার পর্যন্ত । এ সময়ের মধ্যে অন্তর্বর্তী জামিনের জন্য নিম্ন আদালতে আর্জি না জানাতে চিদম্বরমের আইনজীবীদের নির্দেশ দেওয়া হয়। এদিন সকালেই সুপ্রিম কোর্ট ইডি-র মামলায় তার ওপর থেকে  রক্ষাকবচ তুলে নেয়।

এর কিছুক্ষণের মধ্যেই শুনানি হয় বিশেষ আদালতে। তখনই বিশেষ বিচারপতি অজয় কুমার কুহর জানিয়ে দেন তিহাড় জেলেই থাকতে হবে পি চিদম্বরমকে।

SCROLL FOR NEXT