বিশ্ব

সিরিয়ায় আইএস এলাকায় আটকা ২শ’ পরিবার: জাতিসংঘ কর্মকর্তা

Byরয়টার্স

নারী ও শিশুসহ আটকা পড়া ওই বেসামরিক নাগরিকদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার এক বিবৃতিতে ব্যাচেলে বলেছেন, “মানুষগুলোকে এলাকা ছেড়ে যেতে দিচ্ছে না চরমপন্থিরা। এলাকাটি সম্প্রতি ঘিরে রেখেছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সিরীয় যোদ্ধারা।”

“আটকা পড়া মানুষেরা সেখানে মার্কিন নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনীর স্থল ও বিমান হামলার পাশাপাশি এসডিএফ মিত্র বাহিনীর স্থল হামলারও শিকার হচ্ছে।”

প্রায় ৩শ’ আইএস জঙ্গি  শতাধিক এ বেসামরিক মানুষের সঙ্গে মিশে গিয়ে আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানাচ্ছে এবং এলাকাটি ঘিরে থাকা মার্কিন-সমর্থিত বাহিনীর সঙ্গে আলোচনার মাধ্যমে সেখান থেকে নিস্কৃতি পাওয়ার চেষ্টা চালাচ্ছে।

‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানিয়েছে, আটকা পড়া কিছু মানুষকে উদ্ধার করার জন্য ৫০ টি ট্রাক আইএস নিয়ন্ত্রিত ওই এলাকাটিতে প্রবেশ করেছে।

SCROLL FOR NEXT