বিশ্ব

জার্মানিতে বাসে ছুরি হামলায় আহত ১০

Byনিউজ ডেস্ক

পুলিশ অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানিয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সংবাদমাধ্যমে ১৪ জন আহত হওয়ার খবর প্রকাশ পেয়েছে।

শুক্রবার স্থানীয় সময় ১৩:৪৭ মিনিটে (জিএমটি ১১:৪৭) এ হামলা হয়।

প্রত্যক্ষদর্শীদের একজন বলেন, গুরুতর আহত যাত্রী একজন বৃদ্ধাকে তার আসন ছেড়ে দেওয়ার প্রায় সঙ্গে সঙ্গে হামলাকারী তার বুকে ছুরি মারে।

বাসচালক দ্রুত রাস্তার পাশে বাস থামিয়ে যাত্রীদের বেরিয়ে যেতে দেন।

হামলাকারী ৩৪ বছরের জার্মান, তাকে আটক করা হয়েছে। রাজনৈতিক বিদ্বেষ এ ঘটনার কারণ নয় বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।

বাস থেকে একটি ব্যাকপ্যাক উদ্ধার করা হয়েছে। ‘দাহ্য বস্তু থাকায়’ সেটি থেকে ধোঁয়া বের হচ্ছিল। তবে সেখানে কোনো বিস্ফোরক ছিল না বলে নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “ঠিক কতজন আহত হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে কেউ মারা যাননি। হামলার কারণও এখনো অজানা, তদন্ত চলছে।”

হামলাকারী লুবেকের বাসিন্দা। সন্ত্রাসবাদের সঙ্গে তার সংশ্লিষ্টতার কোনো তথ্যও এখনো পাওয়া যায়নি বলেও জানায় পুলিশ।

SCROLL FOR NEXT