বিশ্ব

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইইউ শুল্ক চালু শুক্রবার থেকে

Byনিউজ ডেস্ক

এ মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মে মাসে কানাডা,মেক্সিকো এবং ইইউ থেকে ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর শুল্ক আরোপ করার পর ইইউ এ পাল্টা পদক্ষেপ নিল।

ইইউ এর বাণিজ্য বিষয়ক কমিশনার সেসিলিয়া ম্যালস্ট্রম বলেছেন, আমেরিকা থেকে রপ্তানি করা ব্লু জিনস, মটরবাইক ও বারবন হুইস্কি এ শুল্কের আওতায় পড়বে।

তিনি বলেন, “ইইউ এ অবস্থান নিতে চায়নি। কিন্তু ইইউ দেশগুলোর ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর যুক্তরাষ্ট্রের একতরফা, অন্যায় সিদ্ধান্তের কারণে আমাদের এছাড়া আর কোনো উপায় ছিল না।”

ব্রাসেলস গত মার্চেই ‍শুল্ক আরোপের জন্য মার্কিন পণ্যের তালিকা দিয়েছিল। ওই সময় ট্রাম্প প্রাথমিকভাবে কানাডা মেক্সিকো এবং ঘনিষ্ঠ কয়েকটি মিত্রদেশ থেকে আমদানি করা ইস্পাতের ওপর ২৫ শতাংশ শুল্ক এবং অ্যালুমিনিয়ামের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন।

SCROLL FOR NEXT