বিশ্ব

ভারতে মাওবাদী হামলায় ৯ পুলিশ নিহত

Byরয়টার্স

হতাহতরা মাওবাদী দমনে বিশেষভাবে প্রশিক্ষিত কোবরা ফোর্সের সদস্য ছিলেন।

হামলার পর টুইটারে ইউনিয়ন হোম মিনিস্টার রাজনাথ সিং ঘটনাটিকে ‘খুবই মর্মান্তিক’ আখ্যা দেন। তিনি বলেন,“ছত্তিসগড়ের সুকমায় আইইডি বিস্ফোরণ খুবই মর্মান্তিক। নিরাপত্তা বাহিনীর যে সদস্যরা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের সবার প্রতি আমি মাথানত করে সম্মান জানাচ্ছি।”

ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী রামান সিং সিআরপিএফ সদস্যদের মৃত্যুতে ‘গভীর শোক’ প্রকাশ করেছেন।

এনডিটিভি জানায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে অংশ নিতে কোবরা ফোর্সের ১১ সদস্য একটি অ্যান্টি-ল্যান্ডমাইন সাঁজোয়া যানে কিস্তারাম থেকে সুকমার পালোডায় রওয়ানা হয়। সেখানে আগে থেকেই নকশাল বিরোধী অভিযান চলছিল।

মাওবাদীরা ওই যানটি বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেয়। তারা কয়েক ধরনের বিস্ফোরক ব্যবহার করেছিল বলে জানান পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। এ ঘটনায় আহতদের হেলিকপ্টারে করে রাইপুর নিয়ে যাওয়া হয়েছে।

SCROLL FOR NEXT