বিশ্ব

রাশিয়ায় স্কুলে ছুরি হামলা, আহত ১৫

Byনিউজ ডেস্ক

মস্কোর ৬২০ মাইল পূর্বের শহর পেরমের একটি স্কুলে সোমবার এ ঘটনা ঘটে।

গণমাধ্যমের খবরে প্রাথমিকভাবে বলা হয়েছে, মুখোশধারী দুই ব্যক্তি ছুরি নিয়ে স্কুলে ঢুকে ছাত্রছাত্রীদের ওপর হামলা চালায়।

কিন্তু পেরম কর্তৃপক্ষ বলছে, দুই কিশোরের ছুরি হাতে লড়াই থেকে  রক্তারক্তি কাণ্ড ঘটেছে।

লড়াইরত ‍দুই কিশোরকে আলাদা করতে গিয়েই এক শিক্ষিকাসহ বাকী শিক্ষার্থীরা ছুরিকাঘাতে আহত হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে স্থানীয় নিরাপত্তা কর্তৃপক্ষ।

এর আগে এক নিরাপত্তা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা জানিয়েছিল, দুই কিশোর করিডোরে ছুরি হাতে লড়াই শুরু করার পর ক্লাসরুমে ঢুকে পড়ে।

তবে প্রত্যক্ষদর্শীরা বলছে, দুইজন ছুরি নিয়ে শিক্ষিকাকে হামলা করে। অন্যরা তাকে বাঁচাতে গিয়ে ছুরিকাহত হয়। দুইজনই কালো পোশাক পরা ছিল এবং একসঙ্গে হামলা চালিয়েছে।

১৬ বছরের ওই দুই সন্দেহভাজন কিশোরকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে অপরাধ মামলা করেছেন তদন্ত কর্মকর্তরা।

কয়েকটি খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত মন্তব্য নিয়ে ক্ষোভ থেকেই ওই দুইজন এ কাণ্ড করেছে।

আহতদের মধ্যে ওই শিক্ষিকার অবস্থা গুরুতর। আহত অন্যান্যদের বয়স ১০ থেকে ১২ বছর। তাদের সবাই মাথা এবং গলায় আঘাত পেয়েছে।

ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা স্থানীয় একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে বলেছে, আটক দুই কিশোরের একজনকে মাদকাসক্তি এবং মানসিক সমস্যার কারণে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল। কিন্তু সে এক গার্ডের কাছে স্কুলের ছাত্র পরিচয় দিয়ে ভেতরে ঢোকে।

SCROLL FOR NEXT