বিশ্ব

যুক্তরাষ্ট্রের কোনো শান্তি পরিকল্পনা মানব না: আব্বাস

Byবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তিনি বলেন, “জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে স্বীকৃতি দিয়ে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের যোগ্যতা হারিয়েছে।”

“শান্তি প্রক্রিয়ায় তারা অসততার পরিচয় দিয়েছে। আমরা আর তাদের কাছ থেকে কোনও শান্তি পরিকল্পনা মেনে নেব না।”

জাতিসংঘ সাধারণ পরিষদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জেরুজালেম সিদ্ধান্ত বিপুল ভোটে নাকচ করার পর শুক্রবার প্যারিসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে আব্বাস একথা বলেন।

ওয়াশিংটন গত কয়েক মাস ধরেই নতুন একটি খসড়া মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা তৈরি করছে। প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত জ্যারেড কুশনার এটি তৈরি করছেন।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাস মাহমুদ আব্বাস ওই প্রস্তাবের বিস্তারিত খুঁটিনাটি প্রকাশের আগেই তা প্রত্যাখ্যান করেছেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের সদস্যদেশগুলো যুক্তরাষ্ট্রের বিপক্ষে ভোট দিলে তাদের আর্থিক সাহায্য বন্ধের যে হুমকি ট্রাম্প দিয়েছিলেন তারও নিন্দা করেছেন আব্বাস।

SCROLL FOR NEXT