বিশ্ব

ডিম কেলেঙ্কারি: যুক্তরাজ্যে গিয়েছিল প্রায় ৭ লাখ ডিম

Byনিউজ ডেস্ক

এ সংখ্যা সংস্থাটির আগের আনুমানিক ২১ হাজারের চেয়ে অনেক বেশি। তবে এফএসএ বলছে, ডিমের এ চালানের ফলে জনস্বাস্থ্যে ঝুঁকির তেমন আশঙ্কা নেই।

তারপরও স্বাস্থ্যসুরক্ষার কথা মাথায় রেখে বিষাক্ত ডিমগুলো দিয়ে তৈরি স্যান্ডুইচ, সালাদসহ ১১ টি পণ্য সুপারমার্কেট থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

ডাচ পুলিশ বিষাক্ত রাসায়নিক কীটনাশক ব্যবহারের সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করেছে।

সম্প্রতি নেদারল্যান্ডস থেকে আমদানি করা ডিমে ফিপ্রোনিল নামে একটি রাসায়নিক উপাদান পাওয়া গেছে। এ রাসায়নিক মানবদেহে প্রবেশ করলে কিডনি, লিভার ও থাইরয়েড গ্ল্যান্ড মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে মাঝারি মাত্রার বিষ বলে ঘোষণা করেছে। খামারে পালন করা প্রাণীদের শরীরের উকুন মারতে সাধারণত এই রাসায়নিকটি ব্যবহার করা হয়।

গত সপ্তাহে জার্মানির চেইন সুপারমার্কেট ‘অ্যালডি’ তাদের সব দোকানে ডিম বিক্রি বন্ধ করে দিয়ে বিষয়টি সবার নজরে আসে।

এরপর বেলজিয়ামের খাদ্য নিরাপত্তা সংস্থার পক্ষ থেকে বলা হয়, তারা জুনের শুরুর দিকেই এ বিষয়ে তথ্য পেয়েছিল। কিন্তু তদন্তে নিশ্চিত হওয়ার জন্য তখনই বিষয়টি জনসম্মুখে প্রকাশ করা হয়নি।

এ ঘটনা নিয়ে ইউরোপ জুড়ে তোলপাড় শুরু হয়েছে। ইউরোপের ডিম রপ্তানিকারী সবচেয়ে বড় দেশ নেদারল্যান্ডস।

ইউরোপের প্রায় সব দেশই নেদারল্যান্ডস থেকে ডিম আমদানি করে। বেলজিয়াম ছড়াও যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিতে আমদানি করা ডিমে ফিপ্রোনিলের উপস্থিতি দেখা গেছে।

যে কারণে ওই তিন দেশের সুপারশপগুলো থেকে বিপুল পরিমাণ ডিম সরিয়ে নেওয়া হয়েছে।

SCROLL FOR NEXT