বিশ্ব

শিল্পীর তা-এ ফুটল মুরগির বাচ্চা

Byনিউজ ডেস্ক
ডিমে তা দিচ্ছেন আব্রাহাম পইনশেভাল- ছবি: রয়টার্স

খেয়ালি এই ফরাসি শিল্পী গত মার্চের শেষ ভাগে প্যারিসের জাদুঘর প্যালেস অব টোকিওতে বসে পড়েছিলেন মুরগির মতো, নিচে ১০টি ডিম নিয়ে। উদ্দেশ্য মুরগি ছাড়াই নিজে তা দিয়ে বাচ্চা ফুটানো।

এজন্য কাচের একটি ঘরে একটি চেয়ারে কম্বলমুড়ি দিয়ে বসেছিলেন পইনশেভাল; তার নিচেই ঝুড়ির মধ্যে ছিল ১০টি ডিম।

ডিমে তা দিচ্ছেন আব্রাহাম পইনশেভাল- ছবি: রয়টার্স

ডিমে তা দিচ্ছেন আব্রাহাম পইনশেভাল- ছবি: রয়টার্স

ডিম থেকে মুরগি পেতে এই কয়েকদিনে তিনি বলতে গেলে প্রায় উঠতেনই না। খাওয়ার জন্য দিনে ৩০ মিনিটের বেশি সময় ডিমছাড়া ছিলেন না তিনি।  

নয়টি ডিম থেকে মঙ্গলবার প্রথম বাচ্চাটি ফুটেছিল, বৃহস্পতিবারের মধ্যে নয়টি বাচ্চা ফোটার খবর জাদুঘরের এক মুখপাত্রকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে।

ডিমে তা দিচ্ছেন আব্রাহাম পইনশেভাল- ছবি: রয়টার্স

ডিমে তা দিচ্ছেন আব্রাহাম পইনশেভাল- ছবি: রয়টার্স

এই ধরনের কর্মকাণ্ড পইনশেভালের এটাই প্রথম নয়। তিন বছর আগে ভালুকের এক ভাস্কর্যের ভেতরে দুই সপ্তাহের জন্য ঢুকে পড়েছিলেন তিনি। গত বছর এক সপ্তাহ কাটান পাথরের ভেতরে নিজেকে বন্দি করে।

SCROLL FOR NEXT