বিশ্ব

ট্রাম্প টাওয়ারের প্ল্যানসহ সিক্রেট সার্ভিসের ল্যাপটপ চুরি

Byনিউজ ডেস্ক

চুরি যাওয়া ল্যাপটপটির সমস্ত তথ্য কোডে রূপান্তরিত থাকায় তা সুরক্ষিত থাকবে এবং ল্যাপটপটিতে কোনো গোপনীয় তথ্য নেই বলে জানিয়েছে সিক্রেট সার্ভিস, খবর বিবিসির।

কিন্তু ওই ল্যাপটপটিতে সাবেক ডেমোক্র্যাটিক প্রার্থী হিলারি ক্লিনটনের ব্যক্তিগত ইমেইল সার্ভার ব্যবহার নিয়ে করা ফৌজদারি তদন্তের বিস্তারিত থাকতে পারে বলে জানিয়েছে এবিসি নিউজ।

সন্দেহভাজন ল্যাপটপ চোরকে শনাক্ত করতে পুলিশ সিসিটিভির ফুটেজগুলো পরীক্ষা করে দেখছে।

এক বিবৃতিতে সিক্রেট সার্ভিস বলেছে, “আমাদের এক কর্মী একটি ফৌজদারি অপরাধের শিকার হয়েছে, ওই ঘটনায় আমাদের এজেন্সির ইস্যু করা ল্যাপটপ চুরি হয়েছে।”

ওই ল্যাপটপের ডিস্ক কোডে রূপান্তর করাসহ তাতে বহু স্তরীয় নিরাপত্তা ব্যবস্থা আছে এবং এতে গোপনীয় তথ্য রাখার অনুমতি নেই বলে জানিয়েছে এজেন্সিটি। 

বৃহস্পতিবার ব্রুকলিনের বাথ বিচ এলাকায় ওই নারী এজেন্টের গাড়ি থেকে ল্যাপটপটি চুরি যায় বলে জানিয়েছে এবিসি।

সিবিএস নিউজ জানিয়েছে, ওই ল্যাপটপে পোপ ফ্রান্সিস সম্পর্কিত গুরুত্বপূর্ণ নথি রয়েছে।

নিউ ইয়র্ক ডেইলি নিউজকে পুলিশের একটি সূত্র বলেছে, “ল্যাপটপটিতে অত্যন্ত স্পর্শকাতর তথ্য আছে, তারা পাগলের মতো সেটি খুঁজছে।”

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, ওই এজেন্টের গাড়িবারান্দায় রাখা গাড়িতে একটি ব্যাগের ভিতরে ল্যাপটপ ও আনুষাঙ্গিক কিছু নথিপত্র রাখা ছিল, ব্যাগটি খুঁজে পাওয়া গেলেও ল্যাপটপটি পাওয়া যায়নি। 

SCROLL FOR NEXT