বিশ্ব

শরণার্থীদের কন্টেইনারে আটকে রাখবে হাঙ্গেরি

Byনিউজ ডেস্ক

আন্তর্জাতিক সমালোচনা উপেক্ষা করে হাঙ্গেরি সার্বিয়ার সঙ্গে তাদের সীমান্ত এলাকায়  কন্টেইনার ক্যাম্প তেরির কাজও শুরু করেছে।

মার্চের শেষ নাগাদই হাঙ্গেরি সরকার সব আশ্রয়প্রার্থীসহ, শরণার্থীদের পরিবার এবং পরিবার বিচ্ছিন্ন হয়ে পড়া কিশোরদেরও সেখানে আটকে রাখার পরিকল্পনা করেছে।

শরণার্থীদেরকে আটক করা এবং ওইসব কন্টেইনারে আটকে রাখার জন্য একটি নতুন আইন কাজে লাগাবে হাঙ্গেরি। আর বেশিরভাগকেই সীমান্তের অপর পারের সার্বিয়ায় ফেরত পাঠানো হতে পারে।

হাঙ্গেরি বর্তমানে দেশের দক্ষিণের একটি আটককেন্দ্রে শরণার্থীদের আটকে রেখেছে। এসব শরণার্থীদের বেশিরভাগই পাকিস্তান, আফগানিস্তান এবং সিরিয়ার।

শরণার্থীদের ভাষ্য, তারা অপরাধী নয়, সন্ত্রাসী নয়, তারা শরণার্থী। আটককেন্দ্রে কোনও মানবাধিকার নেই। এটি আসলে কারাগার। শরণার্থীদের সঙ্গে পশুর মত ব্যবহার করা হচ্ছে।

ইউরোপীয় মানবাধিকার আদালত সম্প্রতি শরণার্থীদের প্রতি হাঙ্গেরির আচরণের বিরুদ্ধে রায় দিয়েছে।

SCROLL FOR NEXT