বিশ্ব

অনলাইনে হাস্যরস, বাঘের মূর্তি ভাঙল ইন্দোনেশিয়ার আর্মি

Byনিউজ ডেস্ক

গুরাট গ্রামের সিলিওয়াংগি মিলিটারি কমান্ডের মাসকট হিসেবে ব্যবহৃত হত দাঁত বের করে হাসা বাঘের এ মূর্তিটি।

কিন্তু ইন্টারনেট ব্যবহারকারীরা সেনাবাহিনীর অফিসিয়াল লগোর বিপরীতে এই বাঘটির কোনও হিংস্রতার মুখভঙ্গি না দেখে বিষয়টি নিয়ে মজা করে এটিকে হাস্যরসের উপকরণ বানিয়ে ফেলে।

ফেইসবুকে একজন মন্তব্য করেন, “জানিনা কেন... কিন্তু আমি যতবারই বাঘের মুখটা দেখি, আমার হাসি পায়।”

বাঘের এ মূর্তিটি কয়েকবছর ধরে ওই একই স্থানে থাকলেও সম্প্রতি এটি ইন্টারনেট জগতে আলোচিত বিষয় হয়ে ওঠে।

ভিনসেন্ট ক্যানড্রা নামের একজন বিবিসি কে বলেন, তিনি যখন বাঘটির ছবি দেখেন তখন প্রচুর হেসেছিলেন এবং এটি টুইটারে শেয়ার করেন। এরপরই সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং পরে তা জাতীয় গণমাধ্যমেও প্রচার পায়।

বাঘটির কার্টুনসদৃশ চেহারা নিয়ে অনেকেই মজা করেন। কেউ কেউ এটি দিয়ে ছবির পোস্টারও বানান।

তবে ভিনসেন্ট পরে বলেন, “এটি এমন ভাইরাল হয়ে পড়বে ভাবিনি। মূর্তিটি ভেঙে ফেলা হয়েছে শুনে খারাপ লাগছে"।

SCROLL FOR NEXT