বিশ্ব

প্রতিনিধি পরিষদে রিপাবলিকান আধিপত্য বহাল

Byনিউজ ডেস্ক

এবার সিনেটের ৩৪টি আসনে পুননির্বাচন হচ্ছে, যার ২৪টিই দখলে ছিল রিপাবলিকানদের।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সিনেটে রিপাবলিকানরা তাদের আধিপত্য ধরে রেখেছে বলে গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে।

সিনেটে এখন রিপাবলিকানদের আসন ৫১টি, ডেমোক্রেটদের ৪৮।

নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেসেনটেটিভেও বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছে রিপাবলিকানরা। সেখানকার ৪৩৫টি আসনের মধ্যে ২৩৮ টিই জিতে নিয়েছে হাতি মার্কার প্রার্থীরা।

১৯৩ টিতে জিতেছে ডেমোক্রেটরা।

আগেরবারের তুলনায় অবশ্য নিম্নকক্ষে আসন বেড়েছে ডেমোক্রেটদের। শেষবার এ কক্ষে তাদের আসন ছিল ১৮৩টি।

SCROLL FOR NEXT