বিশ্ব

স্বরাষ্ট্রমন্ত্রী হলে কথা কম বলা উচিৎ: রাজনাথ সিং

Byনিউজ ডেস্ক

এনডিটিভি রোববার রাজনাথ সিংয়ের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে, যেখানে বিজেপি সরকারের এই প্রভাবশালী মন্ত্রী নিজের দায়িত্বের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজের ‘স্টাইল’ ও সাফল্য নিয়ে কথা বলেছেন।    

এনডিটিভির অনলাইন সংস্করণে রাজনাথের বক্তব্যের চুম্বক অংশ তারই বচনে তুলে দেওয়া হয়েছে বুলেট পয়েন্ট আকারে। 

‘কথা কম’

>> আমি মনে করি, যে লোক দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়েছে, তার কম কথা বলাই ভালো।

>> যখন প্রয়োজন হয়, কেবল তখনই আমি কথা বলি। আর তদন্তাধীন যে কোনো বিষয়ে কথা বলার সময় অবশ্যই সতর্ক  থাকি।

>> অনেক স্পর্শকাতর বিষয় থাকে, যেগুলোর সঙ্গে রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয় জড়িত। আমার মনে হয়, কাউকে যদি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করতে হয়, তাহলে তার আগেই ভাবা উচিৎ, তিনি কী বলবেন। 

বিরোধীদের দোষারোপের সংস্কৃতি

>> ভারতে জন্ম নেওয়া কাউকে আমরা দেশবিরোধী আখ্যায়িত করতে পারি না।

>> কিছু ক্ষেত্রে কিছু কঠিন চ্যালেঞ্জে রয়েছে, যেগুলো আমি বুঝতে পেরেছি মন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর।

>> আমি আগের সরকার বা তাদের আমলে তারা কী করেছে- সেসব নিয়ে কথা বলতে চাই না। প্রতিটি সরকারই কিছু কাজ করতে চায়, বা চায় না। অনেক সময়ই তারা চেষ্টা করে, কিন্তু সাফল্য পায় না। 

তদন্ত সংস্থার স্বাধীনতা

>> ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। আমাদের সরকার ক্ষমতায় আসার পর আমি তাদের সর্বোচ্চ স্বাধীনতা দেওয়ার চেষ্টা করেছি। আইনি মতামতের প্রয়োজন পড়লে এনআইএ এখন সরাসরি আইন মন্ত্রণালয়ে যেতে পারে; আমার কাছে আসার প্রয়োজন নেই।   

মৃত্যুদণ্ড রদ?

>> এ বিষয়ে আমি কোনো ধারণা আকড়ে ধরে নেই। জনগণ কী বলে তা শুনতে হবে।  

মোদীবন্দনা

>> প্রত্যেকের কাজের আলাদা স্টাইল থাকে। আমাদের প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদী) গত দুই বছরে যা করেছেন, সেজন্য অবশ্যই তাকে বাহবা দেওয়া উচিৎ।

>> কেউ বিশ্বাস করতে পারেনি যে ভারতের অর্থনীতিতে গতি আসতে পারে। কিন্তু আজ পরিস্থিতি বদলে গেছে।

>> বিশ্ব এখন জেনেছে, ভারতই এখন সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতি।

SCROLL FOR NEXT