বিশ্ব

উ. কোরিয়ার রকেট উৎক্ষেপণের ফুটেজ দিয়েছে জাপান

Byনিউজ ডেস্ক

এ ফুটেজ থেকে উত্তর কোরিয়ার দূরপাল্লার রকেট উৎক্ষেপণের বিষয়টি সত্যি বলে ধারণা করা হচ্ছে। এতে দেখা যায়, একটি বস্তু আকাশে দীর্ঘ সাদা রেখা এঁকে ধাবিত হচ্ছে।

চীন সীমান্ত থেকে টিভি আশাহি’র রিপোর্টার বলেন, রোববার ভোরে উত্তর কোরিয়ার আকাশ একদম পরিস্কার ছিল এবং আকাশে ধাবমান বস্তুটি খালি চোখেই দেখা গেছে।

উত্তর কোরিয়ার দাবি, তারা সফলভাবে পৃথিবীর কক্ষপথে একটি কৃত্রিম উপগ্রহ পাঠাতে সক্ষম হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের নির্দেশেই এটা করা হয়েছে। ভবিষ্যতে উত্তর কোরিয়া পৃথিবীর কক্ষপথে আরও কৃত্রিম উপগ্রহ পাঠাবে।

পৃথিবীর কক্ষপথে কৃত্রিম উপগ্রহ পাঠানোর পরিকল্পনার কথা কয়েকদিন আগেই জাতিসংঘকে জানিয়েছিল উত্তর কোরিয়া।

কিন্তু দেশটির উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করে এর সমালোচনা করে আসছিল জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। তাদের আশঙ্কা কক্ষপথে উপগ্রহ পাঠানোর নামে উত্তর কোরিয়া আসলে নিষিদ্ধ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে চাইছে।

রোববার সকালে উত্তর কোরিয়ার রকেট উৎক্ষেপণের বিষয়ে সতর্ক করে সরকার পক্ষ থেকে জাপানের সব নাগরিকের মোবাইল ফোনে এসএমএস পাঠানো হয়।

SCROLL FOR NEXT