বিশ্ব

‘মধ্যপন্থী সিরীয় বিদ্রোহীদের বন্দি করেছে নুসরা ফ্রন্ট’

Byনিউজ ডেস্ক

এক বিবৃতিতে একথা জানিয়ে জঙ্গিগোষ্ঠীটি অন্যান্য বিদ্রোহীদের ‘আমেরিকান প্রজেক্টে’ অংশগ্রহণ করার বিষয়ে সতর্ক করে দিয়েছে বলে জানিয়েছে বিবিসি। 
 
এর আগে প্রকাশিত কয়েকটি প্রতিবেদনে তথাকথিত ডিভিশন থার্টির নেতা ও অন্যান্য সদস্যদের নুসরা ফ্রন্ট ধরে নিয়ে গেছে খবর প্রকাশিত হয়েছিল। কিন্তু ওই খবরগুলো অস্বীকার করেছে পেন্টাগন।
 
শুক্রবার উত্তর সিরিয়ায় ডিভিশন থার্টির ঘাঁটিতে হামলা চালায় নুসরা ফ্রন্ট। এতে ডিভিশনের পাঁচ যোদ্ধা নিহত ও আরো বেশ কয়েকজন আহত হয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে ডিভিশন থার্টি। 
 
তবে ডিভিশনের কতজন যোদ্ধা বন্দি হয়েছেন এবং কখন তাদের ধরে নেওয়া হয়েছে সে বিষয়ে বিবৃতিতে কিছু বলা হয়নি। 
 
ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে লড়াই করার জন্য মধ্যপন্থী একটি বিদ্রোহী বাহিনী গড়ে তোলার প্রকল্পের অংশ হিসেবে ডিভিশন থার্টিকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করেছে যুক্তরাষ্ট্র। 
 
আল নুসরা জানিয়েছে, সম্প্রতি আলেপ্পো শহরের কাছে থাকা ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় তাদের কিছু যোদ্ধা নিহত হয়েছেন।

SCROLL FOR NEXT