ইন্ডাস্ট্রি

ম্যাপিং কোম্পানি কিনছে গুগল

Byবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রয়টার্স জানিয়েছে, প্রতিষ্ঠানটি ১৩০ কোটি ডলারে কিনছে গুগল। তবে দ্বিতীয় আরেকটি সূত্র জানিয়েছে, গুগল এবং ওয়েজের এ বিষয়ে কথাবার্তা প্রায় চূড়ান্ত হলেও কিছু ছোটখাটো বিষয়ে এখনও আলাপ চলছে।

ওয়েজের বর্তমানে প্রায় চার কোটি ৭০ লাখ গ্রাহক রয়েছে। প্রতিষ্ঠানটি গ্রাহকদের স্মার্টফোন থেকে পাওয়া স্যাটেলাইট সিগন্যাল নিয়ে অনলাইন ম্যাপ তৈরি করে এবং ট্রাফিক ডেটা সংগ্রহ করে। পরে সে ডেটা দিয়েই গ্রাহকসেবা দেয় প্রতিষ্ঠানটি।

ওয়েজ এর আগে কাজ করত সোশ্যাল নেটওয়ার্ক জায়ান্ট ফেইসবুকের জন্য।

কাজের স্বার্থে ফেইসবুকের দাবি ছিল, ওয়েজ-এর প্রকৌশলীরা ক্যালিফোর্নিয়ায় ফেইসবুকের প্রধান কার্যালয়ে বসে কাজ করুক। এতে একমত না হওয়ার ফলেই দুটি প্রতিষ্ঠানের সম্পর্কে ফাটল ধরে।

সূত্র জানিয়েছে, ফেইসবুক এবং ওয়েজ-এর আলাদা হয়ে যাওয়ার পরেই প্রতিষ্ঠানটি কিনে নেওয়ার পরিকল্পনা করে গুগল।

SCROLL FOR NEXT