টেক

গুগলের মালিকানায় ‘ডটঅ্যাপ’

Byমামুনুর রশীদ শিশির

বিবিসি জানিয়েছে, ডটঅ্যাপ ডোমেইনটি অ্যাপ ডেভেলপাররা ব্যবহার করবেন বলে নিলামে অংশগ্রহনের আবেদনপত্রে উল্লেখ করেছিল গুগলের মালিকানাধীন প্রতিষ্ঠান চার্লসস্টন রোড রেজিস্ট্রি ইনকর্পোরেটেড।

ডটঅ্যাপ ছাড়াও ডটবেবি, ডটটেক, ডটস্যালোন ও ডটভিআইপি ডোমেইনগুলো বিক্রি করেছে আইক্যান। এই ডোমেইনগুলো জেনেরিক টপ লেভেল ডোমেইন (জিটিএলডি) নামে পরিচিত।

“অ্যাপ ডেভেলপারদের ডোমেইন এবং ওয়েবসাইটের নামবিষয়ক অ্যাপগুলোকে কাস্টমাইজ করার সুযোগ দেবে ডটঅ্যাপ। ফলে সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীরা বুঝতে পারবেন যে ওই ডোমেইনটি আসলে অ্যাপ ও অ্যাপ ডেভেলপারদের সঙ্গে সম্পর্কযুক্ত।”--বলা হয়েছে গুগলের আবেদনপত্রে।

SCROLL FOR NEXT