টেক

স্মার্ট পরিধেয় ডিভাইসে মাইক্রোসফটও

Byমামুনুর রশীদ শিশির

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, প্রায় সব মোবাইল অপারেটিং সিস্টেমেই ব্যবহার করা যাবে ডিভাইসটি, ব্যবহার করা যাবে ফেইসবুক, টুইটার। ডিভাইসটির ১০টি সেন্সর মনিটর করবে ব্যবহারকারীর হার্ট রেট, ক্যালোরি, মানসিক চাপ এমকি সুর্য‌ালোকও। একবার চার্জে ২ দিন চলবে মাইক্রোসফট ব্যান্ড, জানিয়েছে বিবিসি।

২০০৭ সালে মাইক্রোসফটের ইন্টারনেটভিত্তিক স্বাস্থ্য ও শারিরিক তথ্য সংরক্ষণ সাইট ‘হেলথভল্ট’ এর পর এটিই স্বাস্থ্যপ্রযুক্তিতে মাইক্রোসফটের নতুন পদক্ষেপ। এক ইমেইল বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন এই ব্যান্ডটি পরিধেয় ডিভাইস জগতে মাইক্রোসফটের সুদুরপ্রসারী পরিকল্পনার সূচনা মাত্র।

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বাজারেই প্রথম আসবে ডিভাইসটি, দাম পড়বে ১৯৯ ডলার। বাজার বিশ্লেষকদের মতে, বর্তমান পরিধেয় ডিভাইস বাজারে টিকতে হলে মাকেটিং খাতে বড় ধরনের বাজেট নিয়ে মাঠে নামতে হবে মাইক্রোসফটকে।

SCROLL FOR NEXT