টেক

চীনের সাইবার গুপ্তচরবৃত্তি!

Byআব্দুল্লাহ জায়েদ

বেসরকারি প্রতিষ্ঠান গ্রেটফায়ার ডটঅর্গের বরাত দিয়ে সাধারণ নাগরিকদের উপর চীন সরকারের সাইবার গুপ্তচরবৃত্তির খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। ইন্টারনেটের উপর বেইজিংয়ের খবরদারির উপর নজরদারি করে গ্রেটফায়ার ডটঅর্গ।

প্রতিষ্ঠানটির অভিযোগ, চীনের নাগরিকদের মেসেজ, ছবি এবং কন্ট্যাক্ট লিস্টসহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য সংগ্রহের জন্য অ্যাপলের ক্লাউড স্টোরেজ আইক্লাউডের উপর সাইবার আক্রমণ চালাচ্ছে চীন সরকার।

শুধু আইক্লাউড নয়, চীনের সরকার সমর্থিত হ্যাকাররা এর আগে গুগল এবং ইয়াহুর উপর প্রায় একই ধরনের সাইবার আক্রমণ চালিয়েছে বলে জানিয়েছে গ্রেটফায়ার। এই ইস্যুতে এখনও কোনও অনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি অ্যাপল।

SCROLL FOR NEXT