টেক

ফেইসবুক বিকল্প: আলোচনায় ‘এলো’

Byআব্দুল্লাহ জায়েদ

নতুন প্রজন্মের কাছে ফেইসবুক সাড়া পাচ্ছে না, গবেষকরা এই খবর জানিয়েছেন আগেই। আর সম্প্রতি যৌন সংখ্যালঘুদের মঞ্চনাম ব্যবহার ইসুর সুত্র ধরে অনেকেই এখন বেছে নিচ্ছেন এলোকে।

সম্প্রতি ফেইসবুক অ্যাকাউন্টে আসল নামের ব্যবহার নিয়ে কড়াকড়ি আরোপ করেছে প্রতিষ্ঠানটি। এই ঘটনায় শুধু যৌন সংখ্যালঘুরা নন, সাধারণ ব্যবহারকারীদের অনেকেই ক্ষেপেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।

সোশাল মিডিয়া হিসেবে বছরের শুরুতে যাত্রা শুরু করলেও এলো আলোচনায় এসেছে সম্প্রতি। যৌন সংখ্যালঘু এবং সাধারণ ব্যবহারকারী উভয় পক্ষের কাছেই ফেইসবুকের বিকল্প হিসেবে সাইটটি ভালো সাড়া পাচ্ছে বলে জানিয়েছে ফক্স নিউজও।

এই সাইটটিতে ব্যবহারকারীর ‘বৈধ নাম’ ব্যবহারের কোনো বাধ্যবাধকতা নেই। ফেইসবুকের মতো বিজ্ঞাপনও নেই ‘ইনভাইট-অনলি’ সোশাল মিডিয়া সাইটটিতে। সাইটটি প্রতি ঘন্টায় ৪ হাজারেরও বেশি ‘ইনভাইট রিকোয়েস্ট’ পাচ্ছে বলে জানিয়েছেন এলোর সহ-প্রতিষ্ঠাতা পল বাডনিটজ।

SCROLL FOR NEXT