টেক

মঙ্গলে পৌঁছাচ্ছে ম্যাভেন

Byবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

যানটির নকশা করা হয়েছে শুধু গ্রহটির বায়ুমণ্ডল নিয়ে গবেষণা চালানোর জন্য। সব ঠিক থাকলে রোবোটিক এক্সপ্লোরারটি আগামী এক বছর মঙ্গলকে ঘিরে আবর্তন করবে।

ম্যাভেন এক্সপ্লোরারের এই অভিযানের পেছনে নাসা খরচ করছে ৬৭ কোটি ১০ লাখ ডলার। মহাকাশযানটি মঙ্গলের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল ২০১৩ সালের নভেম্বরে।

মহাকাশ গবেষণার ইতিহাসে প্রথমবারের মতো মঙ্গলের বায়ুমণ্ডলের উপরিভাগ নিয়ে গবেষণা করবে ম্যাভেন।

মহাকাশ বিজ্ঞানীরা মনে করেন কয়েক কোটি বছর আগে মঙ্গল কেন উষ্ণ ও আর্দ্র গ্রহ থেকে শীতল ও শুষ্ক গ্রহে পরিণত হয়েছিল সেই প্রশ্নের উত্তর মিলবে মঙ্গলের বায়ুমণ্ডলেই।

মঙ্গলের সেই আর্দ্র পরিবেশে কোনো প্রাণের বিকাশ ঘটেছিল কি-না সেই প্রশ্নের উত্তরও মিলতে পারে।

SCROLL FOR NEXT