টেক

৫১২ জিবির এসডি কার্ড!

Byআব্দুল্লাহ জায়েদ

বিবিসি জানিয়েছে, ৫১২ জিবির এসডি কার্ডের দাম ৮০০ ডলার নির্ধারণ করেছে স্যানডিস্ক। প্রতিষ্ঠানটির তৈরি ৫১২ মেগাবাইটের এসডি কার্ড বাজারে অভিষেক হওয়ার এক দশকের মাথায় বাজারে এলো ৫১২ জিবির এসডি কার্ড।

সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা আশা করছেন ২ টেরাবাইটের এসডি কার্ড বানিয়ে বাণিজ্যিক বাজারজাতকরণ সম্ভব হবে অচিরেই।

মূলত ৪কে ফরম্যাটে সিনেমা নির্মাণকারীদের কথা মাথায় রেখেই স্যানডিস্ক ৫১২ জিবির এসডি কার্ডটি বানিয়েছে বলে জানিয়েছে বিবিসি। এইচডির তুলনায় ৪কে ফরম্যাটে তৈরি ভিডিও রেজুলিউশন ৪ গুণ বেশি। তাই ৪কে ফরম্যাটে ভিডিও করতে বেশি মেমোরি স্টোরেজের প্রয়োজন হয়।

সাধারণত ৪কে ফরম্যাটের ১ মিনিটের একটি ভিডিওর জন্য ৫ জিবি মেমোরি লাগে।

ক্যামেরার ধরন, রেজুলিউশন আর সেটিংস বৈচিত্রেরভিত্তিতে ৫১২ জিবির এসডি কার্ডটিতে ৩০ ঘন্টার এচডি ভিডিও ধারণ করা সম্ভব হতে পারে বলে জানিয়েছে বিবিসি।

SCROLL FOR NEXT