টেক

রজনীকান্তের সাইট চলে ‘ইন্টারনেট ছাড়াই’!

Byপ্রযুক্তি ডেস্ক

স্বাভাবিকভাবেই আপনার মনে প্রশ্ন জাগবে ‍সাইটটির অসাধারণত্ব কী। দেরি করতে হবে না। পরের লাইনেই বলা হয়েছে, সাইটটি চলে “রজনী পাওয়ারে”। আর সাইটটি যেহেতু রজনী পাওয়ারে চলে, কাজেই এই সাইটে ব্রাউজ করতে হলে প্রথমে আপনাকে ইন্টারনেট কানেকশন অফ করতে হবে!

অভিনব এই সাইটটির ঠিকানা- অলঅ্যাবাউটরজনী ডটকম (allaboutrajni.com)।

হোমপেইজেই পাওয়া যাবে জেমস বন্ড স্টাইলে রিভলভার হাতে রজনীকান্তের অ্যানিমেটেড একটি পোরট্রেইট। এর বেশি এগুতে চাইলে আপনাকে হয় ইন্টারনেট কানেকশন বন্ধ করতে হবে অথবা ব্রাউজারে ‘অফলাইন মোড’ সিলেক্ট করে নিতে হবে।

নেট কানেকশন অফ করে নেওয়ার পর আপনাকে জানানো হবে কথামতো কাজটি করায় আপনি সাইটটি দর্শনের ‘যোগ্যতা’ অর্জন করেছেন।

সাইটে দ্য লেজেন্ড সেকশনে রজনীকান্ত সম্পর্কে বলা হয়েছে-

“রজনীকান্ত একদিন তার মার সঙ্গে রাগ করে তার সব ডিনার সেট ছুড়ে মেরেছিলেন। আজ সেগুলোই পরিচিত ফ্লাইং সসার নামে।”

“রজনীকান্ত হাতে ঘড়ি পড়েন না। তিনিই ঠিক করেন কয়টা বাজে।”

“মাইকেল জর্ডন একবার বলেছিলেন, “আমি আঙুলের উপর দুই ঘণ্টা ধরে বল ঘুরাতে পারি, তুমি কি এমন করতে পারবে?”

রজনীর উত্তর ছিল, “রাস্কেল, পৃথিবীটা কেন ঘুরছে জানিস?”

এমনি আরও চমকপ্রদ তথ্য পাওয়া যাবে সাইটে।

দেশিমার্টিনি ডটকম নামের এক ওয়েব ডেভেলপারের তৈরি সাইটটি আদতে দক্ষিণী তারকাকে ভালোবেসেই তৈরি করা। গুগল ঘেটেও রজনীকান্তের অফিশিয়াল ওয়েবসাইটের খোঁজ মেলেনি। মিলবেই-বা কেন, তিনি তো আর অপরাহ উইনফ্রে, ডেভিড বেকহ্যাম বা বারাক ওবামার লেভেলের সেলিব্রেটি নন যে তারও একখানা অফিশিয়াল সাইট থাকতে হবে!

SCROLL FOR NEXT