টেক

চীনে জনপ্রিয় শীতাতপ নিয়ন্ত্রক পোশাক

Byবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জিয়াংসু প্রদেশের ন্যানটঙ্গের ওয়াং ইয়ান নামের একজন ব্যবসায়ী নকশা করেছেন এই পোশাকটি। অপ্রবেশ্য ফেব্রিক দিয়ে তৈরি করা হয়েছে পোশাকটি। পোশাকের ভেতরে একটি প্যাঁচানো নলের মধ্যে উচ্চ চাপে বাতাস পাম্প করা হয়। তারপর সেখান থেকে পাওয়া ঠাণ্ডা বাতাস পোশাকের মধ্যে পরিবাহিত হয়।

পরিধানকারীর কাছে পোশাকটির তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস হয়। পোশাকটির উভয় পাশে যুক্ত ভালভ দুটির মাধ্যমে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায়।

২০০ ইউয়ান অথবা ৩৩ ডলারে  ইয়ানের পোশাকটি চীনে বিক্রি হচ্ছে।

SCROLL FOR NEXT