টেক

অ্যান্ড্রয়েডে ‘ন্যাভিগেশন বার’ সাজানোর সুযোগ দেবে টুইটার

Byপ্রযুক্তি ডেস্ক

‘ব্লু’-এর ‘স্পেসেস’ আইকনটি সরিয়ে ফেলার সুযোগ দেবে এই ফিচার, যা এতোদিন ব্যবহারকারীর ন্যাভিগেশন বারের একদম মাঝামাঝি অবস্থান করতো।

এই কাস্টমাইজড ন্যাভিগেশন সুবিধা আসায় স্ক্রিনে অন্তত দুটি এবং সর্বোচ্চ পাঁচটি ট্যাব রাখতে পারবেন ব্যবহারকারী, যা আগে ডিফল্ট হিসেবে দেখাতো অ্যাপটি।

যেসব ব্যবহারকারী অ্যাপে আসা বার্তা এবং নোটিফিকেশন দেখতে গিয়ে স্পেসেস ট্যাব সরাতে সরাতে ক্লান্ত হয়ে পড়েন, তাদের কাজ সহজ করবে এই ফিচার।

২০২১ সালে আইওএস-এ প্রথম স্পেসেস ট্যাবটির পরীক্ষা করে টুইটার। ট্যাবটি অ্যান্ড্রয়েডে চালু হয়েছে ২০২২ সালের মে মাসে, যা ব্যবহারকারীদের মাসিক ২.৯৯ ডলারে টুইটার ব্লু না কেনার একটি কারণ হয়ে দাড়িয়েছিল। টুইটার ব্লু গ্রাহক সেবাটি উন্মোচিত হয়েছে ২০২১ সালে।

তবে, ব্যবহারকারীর বিবেচনায় অ্যাপে ‘জঞ্জাল তৈরি করা’ সকল ফিচার থেকে সম্ভবত পুরোপুরি মুক্তি দিতে পারবে না ‘ব্লু’। গত সপ্তাহে টুইটার ঘোষণা দিয়েছে, ব্যবহারকারীর টাইমলাইনের ওপরে থাকা ‘স্পেসেস’ ট্যাবের ব্যানারে শীঘ্রই আরও নতুন তথ্য যোগ করবে তারা।

টুইটার এবং ‘ব্লু’ সেবাটির গ্রাহকদের ব্যানারটি পুরোপুরি বন্ধের সেটিং না থাকলেও স্পেস ট্যাবটি কারা ব্যবহার করছে ও এটি থেকে কারা টুইট শেয়ার করছে, সেগুলোর পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়গুলো দেখাবে ফিচারটি।

SCROLL FOR NEXT