টেক

অগাস্টের শেষেই গুগল আনতে পারে পিক্সেল ৫এ ৫জি

Byপ্রযুক্তি ডেস্ক

এর আগে ফাঁস হওয়া খবরের বক্তব্য ছিল, নতুন ফোনটি আদতে পুনরায় সাজানো পিক্সেল ৪এ ৫জি। এখন সামনে আসা নতুন তথ্য মিলছে সম্ভাব্য স্পেসিফিকেশন নিয়ে।

প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট তথ্য ফাঁসকারী জন প্রসারের বরাত দিয়ে জানিয়েছে, পিক্সেল ৫ এর মতো একই ক্যামেরার দেখা মিলবে নতুন ডিভাইসে। দেখা মিলবে হেডফোন জ্যাকের, থাকছে আইপি৬৭ রেটিং-ও।   

একাধিক গণমাধ্যমের প্রতিবেদন বলছে, পিক্সেল ৫এ কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭৬৫জি ৫জি চিপসেট এবং ছয় গিগাবাইট র‌্যাম থাকবে। প্রসার বলছেন, চার হাজার ছয়শ’ ৫০ মিলিঅ্যাম্প আওয়ার ক্ষমতার ব্যাটারি থাকলেও ডিভাইসটিতে কোনো তারবিহীন চার্জিং সমর্থন থাকবে না।

ধারণা করা হচ্ছে, ৬.৪ ইঞ্চি আকারের পর্দার দেখা মিলবে এবং শুধু ‘মোস্টলি ব্ল্যাক’ রংয়ে আসবে ফোনটি।

সাম্প্রতিক খবরে আরও উঠে এসেছে, অগাস্টের ২৬ তারিখেই ফোনটি আনতে পারে গুগল। এর দাম ধরা হবে সাড়ে চারশ’ ডলার।

গুগল এর আগে এপ্রিলে ৫জি সক্ষমতার পিক্সেল ৫এ তৈরির খবর জানিয়েছিল। প্রতিষ্ঠানটি আরও বলেছিল, শুরুতে শুধু জাপান ও যুক্তরাষ্ট্রের বাজারে আসবে ফোনটি এবং “গত বছরের এ সিরিজ ফোনের ব্যাপারে যখন ঘোষণা এসেছিল, সে সময়ের সঙ্গে মিল রেখে” নতুন ফোন আনবে প্রতিষ্ঠানটি।

গত বছরের সেপ্টেম্বরে পিক্সেল ৪এ এনেছিল গুগল। তাই অগাস্টে নতুন ফোন আনার খবরটি একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গুগল ৫জি সক্ষমতা ছাড়ো কোনো পিক্সেল ফোন আসবে কি না তা এখনও জানা যায়নি। 

SCROLL FOR NEXT