টেক

মোবাইলের জন্য এলো স্পটিফাইয়ের ভয়েস অ্যাসিস্টেন্ট

Byপ্রযুক্তি ডেস্ক

ডাক দেওয়ার পরপরই পর্দায় এসে হাজির হবে সেবাটি। এরপর ব্যবহারকারীরা সুনির্দিষ্ট কোনো শিল্পীর গান, প্লেলিস্ট শোনাতে বলতে পারবেন। ডাকতে না চাইলেও সমস্যা নেই, ট্যাপ করার জন্য অ্যাপেই মিলবে ভয়েস বাটন। তবে, ফিচারটি ব্যবহার করার আগে স্পটিফাইকে মাইক্রোফোন ব্যবহারের অনুমতি দিতে হবে।

স্পটিফাইয়ের গোপনতা নীতি বলছে, ‘হেই স্পটিফাই’ বা ‘ভয়েস বাটন ট্যাপ’ করার পরের রেকর্ডিং ও সার্চের ট্রান্সক্রিপশন সংরক্ষণ করে সেবাটি।

প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট এক প্রতিবেদনে উল্লেখ করেছে, গত কয়েক সপ্তাহ ধরে ফিচারটি পরীক্ষা করছে স্পটিফাই। পরীক্ষা শেষে এখন এটি আরও বড় পরিসরে নিয়ে আসছে তারা।

উল্লেখ্য, সিরি বা গুগল অ্যাসিস্টেন্টের মতো নয় সেবাটি। শুধু স্পটিফাই অ্যাপ খোলা থাকলেই কাজ করবে এই ভয়েস অ্যাসিস্টেন্ট।

SCROLL FOR NEXT