টেক

ফের শুরু হচ্ছে ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ’

Byপ্রযুক্তি ডেস্ক

পৃথিবীর বিভিন্ন বৈশ্বিক সমস্যা সমাধানে উদ্ভাবনী সমাধান খুঁজে বের করাই এ প্রতিযোগিতার মূল লক্ষ্য। বেসিস ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, কুমিল্লা ও ময়মনসিংহে বড় পরিসরে এই প্রতিযোগিতা আয়োজন করবে বলে জানিয়েছে।

বাংলাদেশের যে কোনো আগ্রহী নাগরিক এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। নাসা থেকে বেঁধে দেওয়া নিয়ম মেনে বাছাই প্রক্রিয়া পরিচালনা করা হবে। এ বছর শ্রেণি বিভাগ হিসেবে থাকছে, ‘অবজার্ভ’, ‘ইনফরম’, ‘সাসস্টেইন’, ‘ক্রিয়েট’, ‘কনফ্রন্ট’, ‘কানেক্ট’ এবং ‘ইনভেন্ট ইওর ওন চ্যালেঞ্জ’।

‘ইনভেন্ট ইওর ওন চ্যালেঞ্জ’ শ্রেণিতে নিজের ইচ্ছানুযায়ী প্রকল্প বানানোর সুযোগ থাকছে।

আগ্রহীরা প্রতিযোগিতায় হার্ডওয়্যার, সফটওয়্যার, মোবাইল অ্যাপ, এবং গেইমসের প্রটোটাইপ জমা দিতে পারবেন।

বেসিস জানিয়েছে, আঞ্চলিক পর্যায়ের বিজয়ীরাই পরবর্তীতে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

SCROLL FOR NEXT