টেক

টিকটক চুক্তির ক্ষেত্রে সময়সীমা পেরোতে পারে বাইটড্যান্স

Byপ্রযুক্তি ডেস্ক

মার্কিন কার্যক্রম বিক্রির লক্ষ্যে ইতোমধ্যেই মাইক্রোসফট এবং ওরাকলের সঙ্গে আলোচনা চালাচ্ছে বাইটড্যান্স। তবে, নতুন চীনা নীতিমালার কারণে চুক্তির আলোচনায় জটিলতা তৈরি হওয়ায় সম্ভবত নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি চুক্তি সারতে পারবে না বলে বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে ব্লুমবার্গ।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তির বরাত দিয়ে প্রতিবেদনে ব্লুমবার্গ বলেছে, চীনের পক্ষ থেকে আইনি পর্যালোচনার কারণে মাইক্রোসফট বা ওরাকল যে কোনো পক্ষের সঙ্গে চুক্তি করতে আরও কিছুটা সময় লাগবে বাইটড্যান্সের।

এদিকে ট্রাম্প প্রশাসনের বেঁধে দেওয়া সময় ২০ সেপ্টেম্বর পর্যন্ত।

নির্দিষ্ট সময়ের মধ্যে মার্কিন কার্যক্রম বিক্রি না করলে দেশটিতে টিকটক নিষিদ্ধ করবে যুক্তরাষ্ট্র। জাতীয় নিরাপত্তায় সম্ভাব্য ঝুঁকির কথা বলে এই সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন।

টিকটকের কাছে গ্রাহকের প্রচুর ব্যক্তিগত ডেটা মজুদ থাকায় শঙ্কা প্রকাশ করেছে ট্রাম্প প্রশাসন।

এদিকে বাইটড্যান্স দাবি করেছে টিকটকের কনটেন্টের ওপর চীনা সরকারের কোনো অধিকার নেই।

SCROLL FOR NEXT