টেক

চীনে আসছে রেজারের পিকাচু এয়ারবাড ও পোকিবল চার্জার

Byপ্রযুক্তি ডেস্ক

হলুদ রংয়ের হেডফোনটির পেছনের দিকে পিকাচু আউটলাইন রয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে সিনেট। আর চার্জিং কেইসটিতে রয়েছে ‘ফ্রন্ট বাটন’ যা আলো জ্বেলে ব্যাটারি মাত্রা সম্পর্কে ব্যবহারকারীকে জানিয়ে দেবে।

এদিকে, প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট জানিয়েছে, রেজারের নতুন ওই ইয়ারবারডগুলো আদতে হ্যামারহেড ট্রু ওয়্যারলেস ইয়ারবাড- নতুনগুলোকে শুধু দেখতে একটু পরিপাটি করা হয়েছে। একবারের চার্জে তিন ঘণ্টার ব্যাটারি লাইফ পাবেন ব্যবহারকারী। আর সঙ্গে থাকা চার্জিং কেসের মাধ্যমে দিনে পাঁচবারের মতো চার্জ করা যাবে ইয়ারবাডকে।

রেজার, পিকাচু ইয়ারবাডের দাম ধরেছে ১২০ ডলার।

SCROLL FOR NEXT