টেক

অ্যামাজন ভ্যানের ধাক্কাতেই মৃত্যু হয়েছিল সিএফও’র

Byপ্রযুক্তি ডেস্ক

২০১৩ সালে সড়ক দূর্ঘটনায় নিহত হন কোভে, যা আগে থেকেই জানা। নতুন তথ্য বলছে তার মৃত্যু হয়েছে অ্যামাজনেরই সরবরাহ ভ্যানের ধাক্কায়-- খবর আইএএনএস-এর।

বাজফিড নিউজ এবং প্রোপাবলিকা নিউজের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিকেল বেলা বাইক নিয়ে ঘুরতে বের হয়েছিলেন কোভে। হঠাৎ অ্যামাজনের একটি সরবরাহ ভ্যান তাকে সরাসরি ধাক্কা দেয়।

আদালতে ভ্যানের চালক বলেন, “দূর্ঘটনার পর আমি তাৎক্ষণিক একটি চিৎকার শুনতে পাই।”

প্রতিবেদন প্রকাশের পর অ্যামাজনের আরেক বিবৃতিতে বলা হয়, “প্রোপাবলিকা এবং বাজফিডের এই তদন্ত পূর্বধারণাকে পোক্ত করার আরেকটি চেষ্টা, যা সত্য নয়।”

অ্যামাজনের ভিন্ন এক বিবৃতিতে বলা হয়, “এখন পরিসংখ্যান দিয়ে বলতে গেলে সড়ক দূর্ঘটনা ঘটেছে এবং আবারও ঘটবে, কিন্তু এগুলো ব্যতিক্রম এবং যত দিন পর্যন্ত আমাদের সরবরাহ সেবায় দূর্ঘটনা শূন্যে নেমে না আসবে আমরা সন্তুষ্ট হবো না।”

বাজফিড নিউজ এবং প্রোপাবলিকা নিউজের তদন্তে উঠে এসেছে, চলতি বছর অ্যামাজন প্যাকেজ সরবরাহকারী চালকরা ৬০টির বেশি দূর্ঘটনায় জড়িত ছিলেন। এতে গুরুতর আহত হওয়ার পাশাপাশি প্রাণ গেছে ১০ ব্যক্তির।

SCROLL FOR NEXT