টেক

কানাডায় ৪জি, ৫জি সমাধানে স্যামসাং

Byপ্রযুক্তি ডেস্ক

এবারই প্রথম দেশটিতে টেলিযোগাযোগের যন্ত্রাংশ সরবরাহের চুক্তি পেয়েছে দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি- খবর আইএএনএস-এর।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “২০২০ সালের শুরু থেকে কুইবেক এবং অটোয়াতে ৪জি এলটিই-এ সমাধান সরবরাহ করা হবে।”

“কানাডায় বাণিজ্যিকভাবে ৫জি নেটওয়ার্ক চালুর গতির সঙ্গে তাল মেলাতে ৫জি সেবার পরিধি আরও দ্রুত বাড়ানোর উদ্যোগ নিচ্ছে স্যামসাং। ২০২০ সালের শেষ দিকে ৫জি নেটওয়ার্ক চালু হওয়ার কথা রয়েছে।”

বাজার বিশ্লেষণা প্রতিষ্ঠান আইএইচএস মার্কিটের তথ্যানুসারে চলতি বছর তৃতীয় প্রান্তিকে বৈশ্বিক টেলিযোগাযোগ যন্ত্রাংশের বাজারের ১১ শতাংশ ছিলো স্যামসাংয়ের দখলে। ২০১৮ সালের শেষ দিকের চেয়ে এই খাতে প্রতিষ্ঠানটির দখল ছিল পাঁচ শতাংশ।

এ বছর টেলিযোগাযোগ যন্ত্রাংশের খাতে ৫২৯ কোটি মার্কিন ডলারের বিক্রির আশা করছে স্যামসাং, যা আগের বছরের চেয়ে প্রায় ৫০ শতাংশ বেশি।

SCROLL FOR NEXT