টেক

চীনে বোরিংয়ের শাখা খুলছেন মাস্ক

Byপ্রযুক্তি ডেস্ক

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মাস্কের এক ‘ফলোয়ার’ টুইট বার্তায় জানিয়েছেন চলতি মাসের শেষ দিকে শাংহাইতে ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০১৯-এ অংশ নেবেন টেসলা প্রধান। ওই টুইটের জবাবে মাস্ক বলেন, “এই যাত্রায় ‘দ্য বোরিং কোম্পানি চায়না’ চালু করবেন তিনি।”

হাইপারলুপ যাতায়াত ব্যবস্থার জন্যই এই সুড়ঙ্গ খননকারী প্রতিষ্ঠান চালু করেন মাস্ক। তার ধারণা, বর্তমান ট্রেন এবং ইলেকট্রোম্যাগনেটিক প্রোপালশন ব্যবস্থার চেয়ে অনেক বেশি দ্রুতগতির হবে এই হাইপারলুপ ব্যবস্থা।

তত্ত্বীয়ভাবে, এই সুড়ঙ্গ দিয়ে স্বচালিত ইলেকট্রনিক পড আট থেকে ১৬ জন মানুষকে ঘণ্টায় ১২৪ মাইল থেকে ১৫৫ মাইল বেগে নিয়ে যেতে পারবে।

ইতোমধ্যেই বেশ কিছু জায়গায় পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করেছে বোরিং কোম্পানি।

SCROLL FOR NEXT