টেক

আইওএস ১৩-এ কিবোর্ডও বদলাচ্ছে অ্যাপল

Byপ্রযুক্তি ডেস্ক

ব্রিটিশ ট্যাবলয়েড মিররের প্রতিবেদনে বলা হয়, নতুন এই টুলের নাম বলা হচ্ছে ‘কুইকপাথ’। এর মাধ্যমে কিবোর্ডে আঙ্গুল সোয়াইপ করে শব্দ টাইপ করতে পারবেন গ্রাহক। অ্যান্ড্রয়েড এবং গুগল স্মার্টফোনে অনেক বছর আগেই যোগ করা হয়েছে ফিচারটি।

অ্যাপলের পক্ষ থেকে বলা হয়, “একটি শব্দ লিখতে আঙ্গুল পর্দা থেকে না তুলে এক অক্ষর থেকে অন্য অক্ষরে সোয়াইপ করুন।”

“ডিভাইসের মেশিন লার্নিং আপনার আঙ্গুলে সোয়াইপ করা পথটি চিনতে পারে এবং এটিকে শব্দে রূপান্তরিত করে, ফলে এক হাতের টাইপিং আরও সহজ হয়।”

আইওএস ১৩ আপডেট আসার পর ফিচারটি নিজে থেকেই চালু হবে বলে জানিয়েছে অ্যাপল। এটি ব্যবহার করতে আঙ্গুল না তুলে এক অক্ষর থেকে আরেক অক্ষরের দিকে নিয়ে গেলেই হবে।

এতে আঙ্গুলের পথ একেবারে নিখুঁত হতে হবে না। ডিভাইসের মেশিন লার্নিং গ্রাহকের জন্য সঠিক ধারণা করবে। গ্রাহক চাইলে কিবোর্ড সেটিংস থেকে ফিচারটি বন্ধ করেও রাখতে পারবেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

চলতি বছর শরতে আইওএস ১৩ আপডেট উন্মুক্ত করার কথা রয়েছে অ্যাপলের।

SCROLL FOR NEXT