টেক

কেমন হতে পারে আসন্ন প্লেস্টেশন ৫?

Byপ্রযুক্তি ডেস্ক

গেইমিং খাতের বিশ্লেষক মাইকেল প্যাচার মনে করেন ২০১৯ সালে নতুন কনসোল আনবে মাইক্রোসফট এবং সনি উভয় প্রতিষ্ঠানই। কিন্তু এটি এক্সবক্স টু বা প্লেস্টেশন ৫ হবে না-- খবর ব্রিটিশ ট্যাবলয়েড মিররের।

প্যাচার বলেন- “আমি মনে করি একটি স্ট্রিমিং ডিভাইস আনা হবে, ১০০ মার্কিন ডলারের একটি এক্সবক্স কনসোলের মতো যাতে ৪কে বা সেকেন্ডে ২৪০ ফ্রেইম সমর্থন থাকবে না।”

“তারপর ৪০০ মার্কিন ডলারের একটি দামি কনসোল আনা হতে পারে যাতে ৪কে, সেকেন্ডে ২৪০ ফ্রেইম এবং ভার্চুয়াল রিয়ালিটি সমর্থন থাকবে।”

“আমি জানিনা এখানে মডেল থাকবে কিনা। আমি জানিনা আপনারা সম্পূর্ণ নতুন ডিভাইস পাবেন কিনা,” যোগ করেন প্যাচার।

শেষে প্লেস্টেশন ৫ নিয়েও আশার কথা জানিয়েছেন প্যাচার। তার ধারণা, নতুন এই কনসোলটিতে ‘দারুণ কিছু ফিচার’ যোগ হবে।

প্যাচার বলেন, “যখনই সনি ডিভাইসটি আনবে, আমার মনে হয় এতে ৪কে এবং সেকেন্ডে ২৪০ ফ্রেইম আনা হবে যা প্লেস্টেশন ভিআর সমর্থন করবে।

SCROLL FOR NEXT